শ্রীপুরে অস্ত্রসহ একজন গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে দু’নালা বন্দুক ও ২টি বোর কার্তুজসহ আবুল হাসেম নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই-তিনজন লোক পালিয়ে যায়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে বুধবার দুপুরে অস্ত্র আইনে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আবুল হাসেম (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদে খবর মুলাইদ এলাকায় অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃত আসামী আবুল হাসেমের হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে একটি দুই নালা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসেমের সাথে দাঁড়িয়ে থাকা ২/৩জন লোক দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে তার কাছে অস্ত্রের বৈধ লাইসেন্স চাওয়া হলে দেখাতে ব্যর্থ হয় এবং কোন সদুত্তর দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামীরা রাতের বেলায় মহাসড়কে কোন অপরাধ করার জন্যই অস্ত্র নিয়ে অবস্থান করছি বলে জানায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানান পুলিশের এই উপ-পরিদর্শক। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।